|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : হরিহরপাড়ায় এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় পুলিশ তদন্ত নেমে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করলো হরিহরপাড়া থানার পুলিশ। মঙ্গলবার রাত্রে হরিহরপাড়ার গজনীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য,গত ৯ই জুন রাত্রে হরিহরপাড়ার পাড়া গ্রামের বাসিন্দা সনাতন ঘোষ নামের এক তৃণমূল কর্মীকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গজনীপুর এলাকায় কয়েকজন দুস্কৃতি তার গাড়ি আটকে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে খুন করে, ঘটনার পরের দিন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। খুনের ঘটনায় ১২ জনের নামে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও ৬ জনকে গ্রেপ্তার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। ২৭শে আগস্ট গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় ও তার টিম গজনীপুর এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত দু’জনই সুপারি কিলার। ধৃতদের বুধবার ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে আদালতে পাঠানো হলে বিচারক ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।