|
---|
নিজস্ব সংবাদদাতা : আমানত ফাউন্ডেশন প্রতি বছরের মতো এই বছরও রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করছে।জয়পুর সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি এর পরিচালনায় সৈয়দ তাজ এন্ড জাকির ফ্যামিলি চ্যারিটেবল ট্রাস্ট এর সহযোগিতায় সারা রাজ্যের বিভিন্ন জেলায় তারা রাজ্যের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে থাকে, যাতে তারা রমজান মাসে উপোস অবস্থায় না থাকেন। এই উদ্যোগে ছোলা, বেসন,চাল, তেল, খেজুর, দুধ, আটা, সিমুই ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। হুগলি জেলার হরিণখোলায় প্রায় দুই’শ মানুষের কাছে এই সামগ্রী বিতরণ করা হয়।এই উদ্যোগকে সমাজের সকল স্তরের মানুষ প্রশংসা করেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক জনাব সেখ জহির উদ্দিন সাহেব,অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক তথা দ্য কোরআন স্টাডি সার্কেলের মাওলানা মুহাম্মদ রাকিব হক,ইবাদুল ইসলাম, হাফেজ নাজমুস সাকিব,বিশিষ্ট সমাজসেবী হুদা খাঁন,সেখ মুস্তাকিম, সাহিদ মল্লিক, গিয়াসউদ্দিন মল্লিক সহ আরো অনেকেই।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুহাম্মদ রাকিব হক বলেন,আমরা সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় সমাজসেবার কাজ করে থাকি,তার মধ্যে এটা অন্যতম।”
উক্ত বিষয়ে আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহ আলম বলেন, “আমরা আগামী বছর চেষ্টা করব রমজানের পূর্বেই মানুষের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেয়ার, যাতে করে মানুষ রমজান মাসের পূর্বেই নিশ্চিন্তে থাকতে পারে তার ইফতারের সামগ্রী বিষয়ে।”