ভয়াবহ ভূমিকম্প চীনে

নিজস্ব সংবাদদাতা: করোনার প্রকোপ থেকে চীন এখনো পুরোপুরি মুক্ত হতে পারেনি, এরই মধ্যে চীনের সিয়াচুন প্রদেশে সোমবার ভয়ানক ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলে অন্ততপক্ষে 40 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের তীব্রতা ছিল 6.6।

    প্রসঙ্গত জানা গিয়েছে চীনের যে এলাকায় সোমবার ভয়াবহ ভূমিকম্প হয় সেখানে বর্তমানে লকডাউন চলছে। তাই বাড়ি থেকে বাইরে বেরোনো বারণ। এখনো পুরোপুরি ওই এলাকা করোনা থেকে মুক্ত হতে পারেনি। তাই তীব্র ভূমিকম্প হলেও বাড়ির মধ্যে থাকতে হয়েছে সাধারণ মানুষদের। প্রকাশ্যে এই বিষয়ে সামনে আসার পর প্রশাসনের এই ধরনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।