|
---|
নিজস্ব সংবাদদাতা, কেশপুর:-শুক্রবার বিকেলে বজ্রপাতে এক কিশোর মারা যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার দোগাছিয়া গ্রামে। মৃত কিশোরের নাম আরিয়ান খান(১৪)। গ্রামের বাসিন্দা মিরাজ আলী জানিয়েছেন, ঐ কিশোরটি তার পিতা হারুম খানের সঙ্গে নিকটবর্তী মাঠে ধানক্ষেতে ধান জড়ো করতে গিয়েছিল । হঠাৎ মেঘ ধরে বজ্রপাত পড়ে। কিশোরটি বজ্রপাতের শব্দে মারা যায়। মৃত দেহটি কে নিকটবর্তী কেশপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।