|
---|
নিজস্ব প্রতিনিধি; কাঁথিঃ এক যুবক মধ্যান্য ভোষ সারতে গিয়েছিলেন হোটেলে। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানা অন্তর্গত হেঁড়িয়াতে সিনেমা হলের পেছনে দ্বিতলে অবস্থিত গণেশ হোটেলটিতে ওঠার সিঁড়ির ধাপে উঠতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যান ওই যুবক।
এই পড়ে যাওয়ার ফলে যুবকের কান থেকে রক্ত ক্ষরণ হতে থাকে। স্থানীয়দের সহায়তায় সাথে সাথে তাকে হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর শারীরিক অবস্থার অবনতির কারণে ততক্ষণাৎ তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
যুবকের পকেটে টেস্টার থাকার কারণে, তাকে ইলেক্ট্রনিক টেকনিশিয়ান বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় যুবকের বাড়ির সদস্যদের ডেকে পাঠানো হলে, পরে যুবকের পকেটে থাকা অর্থ সহ তার মোবাইল সুরক্ষিত অবস্থায় তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ওই যুবকের বাড়ি ভূপতিনগর থানা এলাকার জুখিয়া অঞ্চল অন্তর্গত ইক্ষুপত্রিকা গ্রামে বলে জানা গিয়েছে।