|
---|
নিজস্ব সংবাদদাতা: দিল্লির একটি হোটেলে আগুন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দিন করকর দুমা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি হোটেলে। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের নটি ইঞ্জিন। এরপর আগুন নেভানোর কাজ শুরু হয়। কি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হোটেলের ভেতর থেকে সকলকে নিরাপদে বাইরে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।