রামপুরহাটে মধুচক্রের আসর গ্রেফতার ৫জন যুবক যুবতী

মহঃ রিপন, মুরার‌ই

    বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটে মধুচক্রের আসর থেকে গ্রেফতার করা হয়েছে ৫জনকে। গোপন খবর পেয়ে, রামপুরহাটের নামকরা একটি হোটেলে হানা দিয়ে রামপুরহাট থানার আই.সি ও এস.ডি.পি.ও লজের ম্যানেজারসহ ৩জন যুবক ও ২জন যুবতীকে আটক করেছে। আটকদের জেরা করে পুলিশ। দিনের আলোয় কীভাবে চলছে এই মধুচক্র। বিভিন্ন মহল থেকে উঠছে নানা প্রশ্ন