|
---|
মহঃ রিপন, মুরারই
বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটে মধুচক্রের আসর থেকে গ্রেফতার করা হয়েছে ৫জনকে। গোপন খবর পেয়ে, রামপুরহাটের নামকরা একটি হোটেলে হানা দিয়ে রামপুরহাট থানার আই.সি ও এস.ডি.পি.ও লজের ম্যানেজারসহ ৩জন যুবক ও ২জন যুবতীকে আটক করেছে। আটকদের জেরা করে পুলিশ। দিনের আলোয় কীভাবে চলছে এই মধুচক্র। বিভিন্ন মহল থেকে উঠছে নানা প্রশ্ন