|
---|
মালদা- নির্মীয়মান বাড়ির দেওয়ালে জল দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে আক্রান্ত হলেন এক গৃহবধূ। অভিযোগ তার ভাসুরের পরিবারের বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধূর নাম হাসিনা বিবি (৩৭)। মানিকচক থানার নুরপুর এলাকায় বাড়ি তার।
তার বাড়ি নির্মাণের কাজ চলছে। পাশের বাড়ি তার ভাসুরের। বৃহস্পতিবার বিকেলের দিকে নির্মীয়মান বাড়ির দেওয়ালে জল দিয়ে ভেজাছিলেন। ওই সময় তার অসাবধানতাবশত দু এক ফোঁটা জল তার ভাসুরের বাড়িতে গিয়ে পড়ে। এই অভিযোগ এনে ভাসুরের ছেলে মোহাম্মদ আসলাম সহ পরিবারের ৮জন হাসিনা বিবির ওপর আক্রমণ চালায়। বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট ছুরতে থাকে হাসিনা বিবির ওপর। জখম হাসিনা বিবিকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে রাতে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ।