|
---|
উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরেই একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত স্ত্রী। স্বামী একথা জেনে ফেলায় বাড়িতে অশান্তি শুরু হয়। প্রতিশোধে নিজের সন্তানকেই খুন করল ওই গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটানটি ঘটেছে বসিরহাট মহকুমা হেমনগর কোস্টাল থানার কালিতলা গ্রাম পঞ্চায়েতের হরিদাসকাটি গ্রামে।
হরিদাসকাটি গ্রামের বাসিন্দা রঞ্জিত চক্রবর্তী পেশায় জলের পাইপের মিস্ত্রি এবং কর্মসূত্রে উড়িষ্যায় থাকেন। স্বামী বাইরে থাকায় পাঁচ বছরের পুত্র সন্তান দীপ চক্রবর্তীকে নিয়ে গোবিন্দকাটি গ্রামে নিজের বাপের বাড়িতে থাকত স্ত্রী টুম্পা চক্রবর্তী। স্থানীয়দের দাবি, স্বামী বাইরে থাকায় বহু পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে টুম্পার। স্ত্রীয়ের কুকীর্তির কথা জানতে পারলে বাড়িতে অশান্তি শুরু হয়। রঞ্জিত চক্রবর্তীর অভিযোগ, গত ১৫ তারিখ টুম্পা তার সন্তানকে জলে ডুবিয়ে হত্যা করেছে। নিজের অবৈধ সম্পর্ক ঢাকতে এবং স্বামীর ওপর প্রতিশোধ তুলতেই সন্তানকে খুন করেছে বলে অভিযোগ অভিযুক্ত গৃহবধূর বিরুদ্ধে।
এই ঘটনায় স্ত্রীয়ের পাশাপাশি নিজের শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধেও নিজের ছেলেকে খুনের অভিযোগ এনেছে। যদিও শিশুটির মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। যাদের জন্য ছেলের মৃত্যু হল তাদের কঠোর শাস্তির দাবি করেছে রঞ্জিত চক্রবর্তীর পরিবার ও স্থানীয়রা।