|
---|
সংবাদদাতা : সম্প্রীতি হাওড়া জেলার আমড়াগড়ি-চক গ্রামে নব নিরর্মিত মাদ্রাসা সুফি উল উলুম উদ্বোধন করেন এমপি সাজেদা আহমেদ। এবং গরীব দুঃস্থ মানুষদের বস্ত্র বিতারন করেন। এলাকায় হেল্থ চেকাপ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছেলেমেয়েদের পুরস্কৃত করা হয়। স্মারক সম্মাননা দেওয়া হয় এমপি সাজদ আহমেদ মহাশয়াকে। উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল, প্রধান সুকান্ত হাজরা ও গোলাম খান, সমাজসেবী মিরাজুল ইসলাম, কর্মদক্ষ রমেশ পাল, এলাকার বহু মানুষের উপস্থিতি এই অনুষ্ঠান হয়।