হাওড়ার বাগনানে অনুষ্ঠিত হল বিশ্ব নবী দিবস।

লুতুব আলি : হাওড়ার বাগনানের বাগনান কাছারিপাড়া ইউনিট কমিটির উদ্যোগে সাড়ম্বরে পালিত হল নবী দিবস। বাগনানের বেগপাড়ায় এই অনুষ্ঠানে গজল, কেরাত ও শীতবস্ত্র বিতরণ করা হয়। গজল ও কেরাত প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে এলাকার শত শত মানুষ জমায়েত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, হযরত মুহাম্মদ চিরকালের শ্রেষ্ঠ নবী। তিনি ইসলাম ধর্মের প্রচারের জন্য সমগ্র জীবনটা তাঁকে বিসর্জন দিতে হয়েছিল। ইসলাম ধর্ম মানব ধর্মের কথা বলে। ১৪০০ বছর পর ও সার্বিকভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষ তাঁর দর্শনকে জানার ব্যাপারে অনীহা দেখাচ্ছেন। এ ব্যাপারে অনেকে এজন্য উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ্য, গজল ও কেরাত প্রতিযোগিতা নবী দিবসের উৎকর্ষতা বাড়াতে সক্ষম ঘটায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চন্দ্রনাথ বসু। তিনি বলেন, নবীজির নির্দেশিত পথে মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষদের চলা উচিত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান কাছারিপাড়া ইউনিট কমিটির সমস্ত কর্মকর্তা ও সদস্য বৃন্দ এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজা আলম।