|
---|
লুতুব আলি, নতুন গতি : হাওড়ার বাগনানে টেপুর নবাসন অনন্তরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নজরুল জয়ন্তী। হাওড়া জেলার বাগনানের টেপুর নবাসন অনন্ত রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মর্যাদার সঙ্গে পালিত হলো কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী। অনুষ্ঠানের প্রারম্ভে নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধার সঙ্গে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্য শেখর দাস, প্রাক্তন দুই ছাত্র সন্দীপ ঘোষ, সৈকত খাঁড়া ও সবুজ কলম পত্রিকার দুই সদস্য পৌলভী মিশ্র ও সায়ন বেরা। বিদ্যালয়ের সভাপতি তথা সবুজ কলম পত্রিকার সম্পাদক চন্দ্রনাথ বসু মাল্যদান করে শ্রদ্ধার সঙ্গে জানালেন ও প্রধান শিক্ষক মহাশয়ের হাতে কাজী নজরুল ইসলামের বই দিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন। চন্দ্র বসু এ অনুষ্ঠান চলাকালীন সবুজ কলম পত্রিকা সদস্যদের নিয়ে অসুস্থ প্রবীণ কবি প্রণবেন্দু বিশ্বাসকে দেখতে যান। পূর্ণেন্দু বিশ্বাসের হাতে কাজী নজরুল ইসলামের বই দিয়ে চন্দ্রনাথ বাবু তাঁর সুস্থ জীবন কামনা করেন। উল্লেখ্য আগামী ২৬ মে কৃষ্ণপদ মেমোরিয়ালের সবুজ কলম পত্রিকার প্রকাশ নির্ধারিত অনুষ্ঠান ছিল। প্রাকৃতিক দুর্যোগের কথা চিন্তা করে কবিদের যাতে কোন অসুবিধা না হয় তাই আর্থিক দায় মাথায় নিয়ে অনুষ্ঠানটি বাতিল করেন চেয়ারম্যান শিব শংকর বক্সী, সভাপতি রঞ্জনা গুহ, সঞ্চালিকা মধুমিতা ধূত, সহ-সভাপতি আকাশপাইন ও অন্যান্য সদস্যরা। চন্দ্রনাথ বসু বলেন, কাজী নজরুল ইসলামের জন্মদিন সমগ্র মাস জুড়ে পালন করা হয়ে থাকে। কবি পক্ষ চলাকালীনই আগামী ২৯ মে বেলা এগারোটা থেকে শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল হলে কাজী নজরুল ইসলামের জন্মদিন মর্যাদার সঙ্গে পালন করা হবে। কাজী নজরুল ইসলাম অন্যায়ের প্রতীক। কাজী নজরুল ইসলাম চেয়েছিলেন সমস্ত কিছু অন্যায় অবিচার নিপাত গিয়ে সমাজের সাম্য ফিরে আসুক।