|
---|
বাবু হক, নতুন গতি : হাওড়া গ্রামীণ এলাকায় যথাযথ মর্যাদার সাথে বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে নানান রকমের অনুষ্ঠান হল হাওড়া জেলার জয়পুর, আমতা, উদয়নারায়ণপুর,বাগনান ,শ্যামপুর , উলুবেড়িয়া পাঁচলা প্রভৃতি থানা এলাকায় ইসলাম ধর্মে বিশ্বাসী সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম ধর্মীয় অনুভূতিতে বিশ্বে ইসলাম ধর্মের পথপ্রদর্শক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে ধর্মীয় আলোচনা সভা, রক্তদান শিবির, দরিদ্র পরিবারের সদস্যদের বস্ত্র সহযোগিতা,গজল নাথ কেরাত প্রতিযোগিতা শান্তি পতাকা নিয়ে মানববন্ধন, শোভাযাত্রা অনুষ্ঠিত হয় কোথাও মসজিদ , মাদ্রাসা,সলোআনা কমিটি, ক্লাব, সমিতি,দরগা, দরবার,খানকাহ শরীফ পীর বাবার মাজার কমিটির পক্ষ থেকে এই রবিউল আউয়াল পবিত্র মাসে দিবারাত্রি ব্যাপী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে মুসলিম ধর্মীয় আঁধারে বাড়ি থেকে মহল্লায় মহল্লায় স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ও হচ্ছে, হবে। একারণে কোথাও কোথাও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তাতে কোন শান্তি ভঙ্গ না হয় সৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার কর্মীদের মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে। ইসলাম ধর্মে বিশ্বাসী শিশু থেকে বৃদ্ধ সকলে শোভাযাত্রা ও আলোচনা সভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও অংশগ্রহণ করেন। কয়েকটি এলাকা ঘুরে দেখা গেল। কোথাও শাষক দলের নেতা কর্মীরা, আবার কোথাও বিরোধী দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন শোভাযাত্রায় অংশ গ্রহণ কারী দের পানিয় জল , মিষ্টি ,শিন্নি, পথচলতি মানুষ কে ও জান বাহনের যাত্রী সাধারণকে ও জল মিষ্টি,শিন্নি দেওয়া হয় ।আমতার বিধায়ক অসিত বরণ মিত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করে চলার আহ্বান জানান ও উপস্থিত সকলকে অভিনন্দন জানান,বাইনান মোড়ে শোভাযাত্রা ও যানবাহন সচল রাখতে আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সেলিমুল আলম তার সাথীদের নিয়ে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন।বাগনান থানার চালধাউড়িয়ায় ভারতের জাতীয় কংগ্রেসের হাওড়া জেলা নেতৃত্ব আমতা কেন্দ্র কংগ্রেসের নেতৃত্ব সহ আমতার আঠারোটা অঞ্চলের নেতৃত্ব আমতার বিধায়ক অসিত বরণ মিত্রের নির্দেশে শোভাযাত্রা অংশগ্রহণ কারীদের পানিয় জল ও মিষ্টি বিতরণ করেন। জয়পুর থানার ঘনশ্যামচক ওস্তাজী পাড়ার ঘনশ্যামচক খানকাহপাক কুল মশায় খানে তরীকতের জুমলা পীরের আস্তানার পক্ষ থেকে ত্বদীয় বংশধর ও সেবাইত পৌত্র সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক বিশ্ব বাসী কে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করার জন্য আহ্বান জানান ও সকলে মিলে মিশে শান্তি সমৃদ্ধি ঐক্যের বাতাবরণে সর্বত্র ছড়িয়ে থাকা দরিদ্র পরিবারের সদস্যদের শিক্ষা ও সংস্কৃতি র পরিবেশ বজায় রাখতে সেবা কর্মে নিয়োজিত থাকতে অনুরোধ করেন।