আবাসিকদের খাদ্য যোগানে সবজি চাষ আইকডে।

হক, নতুন গতি : হাওড়া জেলার শ‍্যামপুর থানার গহলাপোতায় আইকডের আবাসিকদের খাদ্য যোগানে সবজি চাষ করা হয়েছে গঙ্গা বা ভাগিরথী ও দামোদর নদীর তীরে অবস্থিত শান্তি নিকেতন এর ছোঁয়া পাওয়া যাবে এই আইকডে তারই প্রাঙ্গণে শীতের মোরসুমে আবাসিক দের জন্য নানান ধরনের খাবারের সবজি চাষ করা হয়েছে। আইকডের প্রতিষ্ঠাতা গ‍্যাষ্ট দয়ানন্দ বলেন প্রোটিন সমৃদ্ধ খাবার শুস্হ সবল স্বাস্হ বান গোড়েতোলে একারণে আবাসিক দের জন্য সারা বছরই আমাদের আইকড প্রাঙ্গণে আমারা সাধ‍্যমতো কিছু না কিছু শাক সবজি চাষ করে থাকি । আইকডের সম্পাদিকা মমতা ময়ী মমতা গোপা ঘোষ জানান আমাদের ব্রাদার গ‍্যাষ্ট দয়ানন্দ উৎসাহিত করেন চাষাবাদ করতে আবাসিক দের জন্য । এই আইকডে দেশের বিভিন্ন স্থানের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও নারী ,পুরুষ উভয়েই আবাসিক হিসেবে থাকেন প্রায় কয়েক শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা এই কর্মযজ্ঞ সচল রাখতে সহায়তা কামনা করছি। এদের শিক্ষা ,চিকিৎসা, কর্ম সংস্থান, কর্ম শিক্ষণ , পুনর্বাসন প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছি সকলের সহযোগিতায় আরো বেশি বেশি করে এগিয়ে যেতে হবে।