|
---|
নিজস্ব সংবাদদাতা : ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে দু’জন বাংলাদেশিকে গ্রেফতার করল হাওড়া পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সুমন এবং মহম্মদ মনির। দু’জনেরই বয়স ত্রিশের কাছাকাছি। তাঁদের কাছ থেকে জাল আধার, ভোটার কার্ড এবং পাসপোর্ট উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে রিপন নামে এক দালালের মাধ্যমে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করে সুমন এ মনির। নয়াবাজ এলাকায় মইনুল কবীর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তাঁদের গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, গত মার্চ মাসে ওই এলাকা থেকেই এক জন মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। এক জন পালিয়ে যায়। তার পর থেকেই ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল পুলিশ। ধৃত দু’জনের সঙ্গে জঙ্গিদের কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার হাওড়া আদালতে হাজির করানো হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। দু’জনকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের খোঁজ পায় পুলিশ। তাঁদের গ্রেফতার করে দফায় দফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।