হাওড়ায় সাহিত‍্য সাথীর-নবম সাহিত‍্য পাঠের আসর।

নিজস্ব প্রতিনিধি,হাওড়া : ১২ই ফেব্রুয়ারি রবিবার হাওড়ার হীরাপুর পল্লীশ্রী পাঠাগারে সাহিত‍্য সাথী পত্রিকার উদ্যোগে নবম তম কবিতা পাঠের আসর হয়ে গেল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকা সম্পাদক ডাঃ নুরুল ইসলাম মোল্লা,সহ সম্পাদক সেখ জাকির হোসেন,কার্য নির্বাহী যুগ্ম সম্পাদক আসগার আলি মণ্ডল,বিমল চন্দ্র সরদার,সভাপতি মধূসুদন বাগ ও সহসভাপতি অশাক কুমার দাস।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘কলম একাডেমি লন্ডন’এর পক্ষ থেকে বাংদেশের সভাপতি আলোমগীর হোসেন ও সম্পাদক কামরুল ইসলাম।আসামের সভাপতি হিপজুর রহমান ও সম্পাদক নজরুল ইসলাম বড়োভুঁইয়া।পশ্চিম বঙ্গ শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এস.কে.বান্টি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দিপঙ্কর পাত্র ও সম্পা রানী রায়।অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বরচিত কবিতা পাঠ করেন সমির সরদার,সোমনাথ ঘোষ,পূর্ণ চন্দ্র সামন্ত,তারক নাথ সাহা,বাসুদেব দাস,কুমারজিৎ ঘোষ,শ‍্যামল বেরা,সেখ গিয়াসুদ্দিন,সীতেশ মজুমদার,গৌতম গঙ্গোপাধ্যায়,রাঘর পোড়ে,অনঙ্গ মোহন রায়,সোমা পাল,দীপক জানা,চিত্ত মিত্র এবং আরো অনেকে।আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সরিত দত্ত।সমগ্র অনুষ্ঠান দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বিমল চন্দ্র সরদার।