হাওড়ার শ্যামপুরে উল্টোরথে অভিনেত্রী পায়েল সরকার

বাবলু হাসান লস্কর হাওড়া : চারিদিক জুড়ে চলছে উল্টোরথের অনুষ্ঠান। রাজ্যের সমস্ত জায়গা জুড়ে উল্টোরথের সমারোহ। কিন্তু এই পুণ্য লগ্নে হাওড়া শ্যামপুর কোনোভাবেই পিছিয়ে নেই। হাওড়া গ্রামীণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃসম শ্রী শ্রীধর মন্ডলের উদ্যোগে হাওড়া শ্যামপুরের রাধানগরে ইসকন মন্দিরের সহযোগিতায় বিশাল এক জমজমাট রথের অনুষ্ঠান হয়ে গেলো এবং এই উল্টোরথের এক অনবদ্য ব্যাপার আছে । একমাত্র সেই দিন টায় ৫০০০ হাজার মানুষজন ভোগ খায় । কথায় আছে, যার সব ভালো তার শেষ ভালো ।বলাবাহুল্য যেহেতু রথের শেষ দিন তাই শেষ মুহুর্তে মঞ্চকে আলোকিত করে উপস্থিত হন জি বাংলা এবং স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, ছিলেন সঙ্গীতশিল্পী গুঞ্জন ভৌমিক এবং বিশিষ্ঠ সমাজসেবক তথা বঙ্গ কৃতি সম্মান ২০২৩ এবং স্টার লাইট অনন্য সম্মান ২০২৪ প্রাপ্ত শ্রী শ্রীকান্ত বধূক এবং আরো অনেক বিশিষ্ঠ ব্যক্তি বর্গ এবং ওখানকার মহারাজ গণ। মাথায় তিলক কেটে বরণ করে নেবার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে এবং নারকেল ফাটিয়ে প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়েই রথের দড়িতে টান পড়ে। আর এই রথযাত্রা দেখতে লক্ষাধিক মানুষের ভিড় যা চোখে পড়ার মতো।