|
---|
নিজস্ব সংবাদদাতা : ৫ সেপ্টেম্বর ২০২৪, নদীয়ার চাপড়া ব্লকের হুদা বিদ্যাপীঠ (উঃ মাঃ)-এ মহাসমারোহে বিদ্যালয়ের দ্বিতীয় তলের হলঘরে ‘শিক্ষক দিবস’ উদযাপিত হল। প্রথমে ছাত্র-ছাত্রীরা ব্যাচ, ফুল ও পেন দিয়ে সকল শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের বরণ করে নেয়। অনুষ্ঠান সভাপতি তথা স্কুলের প্রধান শিক্ষক শ্রী সত্যচরণ মন্ডল মহাশয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে সর্বপল্লী রাধাকৃষ্ণণের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিদ্যালয়ের কালচারাল কমিটির সম্পাদক নজরুল ইসলাম সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দু-চার কথা বলেন এবং স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে তিনি মহান, উদার, ও মুক্তমনের বিদগ্ধ বিজ্ঞ মানবতাবাদী মনীষী ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণকে স্মরণ করেন। সমবেত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষার্থীদের পক্ষে স্বাগত ভাষণ দেয় দশম শ্রেণীর ছাত্র রেজাবুল ধাবক। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সত্যচরণ মন্ডল মহাশয় ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ওপর দীর্ঘ মূল্যবান শিক্ষণীয় ভাষণ দেন।বক্তব্য রাখেন প্রধান অতিথি তথা পরিচালন সমিতির সভাপতি আশাদুল্লাহ খান মহাশয়। বিশ্ববরেণ্য মনীষীর জীবন আলেখ্য বা শিক্ষক দিবসের তাৎপর্য সম্পর্কে আরও ভাষণ দেন কাঞ্চন সেনগুপ্ত, মহাঃ ইসরাইল মন্ডল, দেবাশিষ তেওয়ারী, ঝুলন দেবনাথ প্রমুখ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক হজরত আলী হালসনা, অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী চঞ্চলকুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সদস্য রাহুল খান। ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে নূপুর খাতুন ও অনুষ্কা ঘোষ। শিক্ষিকা তৃষ্ণা শীল ও শিক্ষক দেবাশিষ তেওয়ারীর তত্ত্বাবধানে অনেক ছাত্রছাত্রী আবৃত্তিতে অংশ নেয়। শিক্ষিকা কৃষ্ণা বর্মন ও কাবেরী হালদারের তত্ত্বাবধানে সমবেত নৃত্য ও সঙ্গীতে অংশ গ্রহণ করে বহু সংখ্যক ছাত্রছাত্রী। একক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে শ্রেষ্ঠা মন্ডল। অনুষ্ঠানের শেষের দিকে বিদ্যলয় পরিচালন সমিতির সদস্য সইদুল ইসলাম কারিগর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষামূলক একটি নাটকের সংলাপ অভিনয় করে দেখান। সার্বিক অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন তানসেন কবীর, বিধান বিশ্বাস, সুদীপ্ত বাগচী, আব্দুর রাজ্জাক সেখ, অর্পিতা কুণ্ডু, ফারুক আলি সেখ, সফিক সেখ, মিজানুর শাহ ও কৃষ্ণগোপাল দাস প্রমুখ শিক্ষক-শিক্ষিকাগণ। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সুকুমার পাল ও ছাত্র রেজাবুল।