|
---|
মহ: মুস্তফা শেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এর কাকুরিয়া জোতকাশি মোরাল পাবলিক স্কুল প্রাঙ্গনে ২০ ডিসেম্বর ২০২০ রবিবার অনুষ্ঠিত হয়ে গেল এক বিরাট আইনি সহায়তা শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে ছিলেন মোরাল পাবলিক ইস্কুলের কর্ণধার ইজাজ আহমেদ। সম্মানীয় অতিথিদের মধ্যে ছিলেন মোতাহার হোসেন অ্যাডভকেট সুপ্রিমকোর্ট নিউ দিল্লি, হুমায়ুন মিয়া অ্যাডভকেট মালদা, সুব্রত মুখার্জি অ্যাডভকেট জঙ্গিপুর কোর্ট , নাবিক পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম, জনাব তোয়াব আলী প্রাক্তন এম.এল.এ সামশেরগঞ্জ বিধানসভা, জনাব আমিরুল ইসলাম মহাশয় এম.এল.এ সামশেরগঞ্জ বিধানসভা, প্রফেসর মফিদুল ইসলাম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, সমাজ বার্তা সংবাদপত্রের সম্পাদক মহ: মুস্তফা শেখ।
প্রত্যেক বক্তাই ভারতীয় সংবিধানের রক্ষণাবেক্ষণ ও নাগরিকদের সুরক্ষার ব্যাপারে খুব সুন্দর ভাবে বক্তব্য পরিবেশন করেন। বক্তব্যের বিষয় ছিল, ভারতীয় সংবিধানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে অথচ কিছু মানুষ কৌশলে জাতীয় সম্পদের সিংহ ভাগ ভোগ দখল করে রয়েছে! সংবিধানকে জানা ও রক্ষা করা প্রত্যেক নাগরিকেরই প্রয়োজন এবং প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম আইন বিষয়ক শিক্ষা দেওয়া জরুরি, প্রত্যেকটা কাজে ও কর্মে নাগরিকদের শৃঙ্খলাবদ্ধভাবে মনোনিবেশ করা কর্তব্য,ভারতীয় গণতান্ত্রিক ও সার্বভৌমত্বের বিষয়ে বলতে গিয়ে বলা হয় যে বর্তমান ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থাপনায় জনকল্যাণমূলক কোন কাজ বিশেষভাবে আঞ্জাম দেওয়া হয় না! প্রত্যেক নাগরিককে ঐশী গ্রন্থ কুরআন, বেদ প্রভৃতি ও মহামনীষীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে পথ চলা উচিত।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জঙ্গিপুর হাইস্কুলের সহঃশিক্ষক মনিরুজ্জামান( বিটু) মহাশয়, মোরাল পাবলিক স্কুলের সভাপতি আবদুল হামিদ মহাশয়, সমাজসেবী বাসিরুল হক, হাসনাত জাহান, দিলওয়ার হোসেন, সহিদুল ইসলাম প্রমূখ। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়ার চিফ এডিটর ও সাংবাদিক,মোরাল পাবলিক ইস্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ এলাকার বেশ কয়েকজন জনসাধারণ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন ধুলিয়ান রতনপুরের বিশিষ্ট শিক্ষক সাফিকুল আলম মহাশয়।