|
---|
আব্দুস সামাদ জঙ্গিপুর: মুরশিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার রতনপুর স্টেশন মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রায় কোটি টাকার সামগ্রী ক্ষয়ক্ষতি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ না হওয়ায় আরো চারটি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। ব্যাপকহারে তৎপরতা চালাই দমকল বাহিনী। এবং প্রানের ঝুঁকি নিয়ে আগুন নিভাতে থাকে দমকল বাহিনী। ভেতরে আটকে থাকা ফ্যাক্টরি কর্মীদের উদ্ধার করতে সফলতা পায় দমকল কর্মী বাহিনী।
অবশেষে উদ্ধার করতে করতে অসুস্থ হয়ে পড়েন একজন দমকল কর্মী।তড়িঘড়ি তাকে অনুপনগর সাস্থ্য কেন্দ্রে ভরতি করে।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ।কি ভাবে লাগলো এই আগুন, কোথা থেকে হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।