|
---|
নিজস্ব প্রতিবেদক, কেশপুর: নুপুর শর্মার ফাঁসি চায় এই দাবিতে উত্তাল হলো কেশপুরের মুগবসান বাজার। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র নুপুর শর্মা সম্প্রতি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। তার বক্তব্যর সমর্থনে টুইট করেছেন বিজেপি নেতা নবীন জিন্দাল। সেই প্রতিবাদে ক্ষোভে ফেটে উঠেছে গোটা ভারত। নুপুর শর্মার এই মন্তব্যের প্রতিবাদে কড়া নিন্দা জানিয়েছে গোটা আরব দুনিয়া। মঙ্গলবার নুপুর শর্মার গ্রেফতার সহ ফাঁসির দাবিতে বিশাল মিছিল হলো কেশপুরের মুগবসানে। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে মিছিলে অংশগ্রহণ কারী সকলকে ছোলা, জল খাওয়ানো হয়। এদিন মিছিলটি মুগবসান কাঠপোল থেকে ফুটবল মাঠ পর্যন্ত হয়। মিছিল শেষে ফুটবল মাঠে এক পথ সভার মাধ্যমে নুপুর শর্মার ফাঁসির দাবিতে সরব হলো মিছিলে অংশগ্রহনকারী ধর্মপ্রাণ মুসলিমরা। এদিন আন্দোলনাকারীদের “মানবতার দুশমন নুপুর শর্মা মুর্দাবাদ” , হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে থাকতে চায়, বিশ্বনবীর অপমান সইবে নাকো মুসলমান শ্লোগানে উত্তাল হয়ে উঠে গোটা এলাকা।