|
---|
দেবজিৎ মুখার্জি: জোড়া ধাক্কা খেলো হিন্দুত্ববাদীরা। একদিকে পুজোপাঠে না বললো আদালত। আবার অন্যদিকে স্মারককে মন্দিরে বদলে দেওয়ার বিষয় না করলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কুতুবমিনার বিতর্কে এমনই মুখ পুড়লো কট্টর হিন্দুত্ববাদীদের।
কুতুব মিনার চত্বরে মন্দির ফিরিয়ে আনার দাবিতে মামলা চলছে দিল্লির সাকেত আদালতেে। বিচারক সাফ জানিয়ে দিলেন, কোনও পুজো ছাড়াই যদি ৮০০ বছর দেবতারা টিকে থাকতে পারেন, তবে আগামীতেও পারবেন। ফলে স্থিতাবস্থাই বজায় থাক। তিনি আরো জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুজোপাঠের অধিকার খর্ব করা যেতেই পারে। এর মধ্যেই এএসআই হলফনামা দিয়ে আদালতকে জানায়, কুতুব মিনারকে মন্দিরে রূপান্তর করা অসম্ভব।