|
---|
দেবজিৎ মুখার্জি: দক্ষিণ কাশ্মীরের কুলগামের চেয়ান দেবসর এলাকায় ‘মোস্ট ওয়ান্টেড’ লস্কর জঙ্গি হায়দারকে এনকাউন্টার করে জম্মু-কাশ্মীরে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।
জানা গিয়েছে, সেনার কাছে একটি এলাকায় জঙ্গি লোকানোর খবর আসার পরই সেই এলাকা ঘিরে ফেলা হয়। আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা আর তাতেই মৃত্যু হয় হায়দারের।
লাগাতার সেনাবাহিনীর হাতে কুখ্যাত জঙ্গিদের মৃত্যুতে উপত্যকায় কোণঠাসা জঙ্গিরা।