|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: স্বেচ্ছাসেবী সংগঠন জঙ্গল মহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ব্যবস্থাপনায় এবং হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির খড়্গপুর শাখার সহযোগিতায় মেদিনীপুর শহরের পালবাড়ির এম আর সি সি ক্যাম্পাসে মঙ্গলবার অনুষ্ঠিত হলো একটি মানবিক কর্মসূচি।
এদিন সকালে জঙ্গলমহল উদ্যোগ ও সহযোগীদের তরফে এম আর সি সি’র বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ার হাতে তুলে দেওয়া। হলো কম্বল, বিছানার চাদর, মশারী ও কেক । এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী শিক্ষিকা ঝুমঝুমি চক্রবর্তী। জঙ্গল মহল উদ্যোগের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ড.মধুপ দে, কার্যকরী সভাপতি অমিত কুমার সাহু , সম্পাদক সুব্রত মহাপাত্র, সহসভাপতি ড.প্রসুন কমার পড়িয়া, যুগ্ম সম্পাদক সুদীপ কুমার খাঁড়া , বিশ্বজিৎ সাউ প্রমুখ। হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন রুমা মণ্ডল , শিপ্রা সরকার। এম আর সি সি’র কর্মকর্তারদের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক অমিত পাল,কোষাধক্ষ্য অনাদি জানা , শিক্ষা প্রশাসক নন্দদুলাল ভট্টাচার্য,শিক্ষক সঞ্জয় কুন্ডু , সনাতন হাজরা প্রমুখ। এদিন আয়োজকদের তরফে রাজ্য সরকারের তরফে পুরস্কার বিজয়ী এবং নির্বাচন কমিশনের ‘ইলেকশন আইকন” বিশেষ চাহিদা সম্পন্ন যুবক বিলু পাত্রকে সম্মাননা জানানো হয়। এই মানবিক প্রয়াসকে উপস্থিত অভিভাবক অভিভাবকরা সাধুবাদ জানান l