আইন নিয়ে পড়া ছাত্রীর পাশে মানবতা

নিজস্ব সংবাদদাতা :মুর্শিদাবাদ এর বেলডাঙ্গা এলাকার দেবকুন্ডা গ্রামের মেয়ে মুর্শিদা খাতুন।যার বাবা আশরাফুল হক পেশায় একজন মেকানিক মিস্ত্রী। মুর্শিদা চার বোনের ২য় বড়দিদি ইতিহাস নিয়ে এম এ বোন দুটিরনএকজন মাধ্যমিক এ ছোটটা প্রাইমারী তে।আর্থিক সমস্যা হওয়াটা এমন পরিবারের কাছে স্বাভাবিক। তার পরও একরকম মনের জোরেই কোলকায় আইন নিয়ে পড়তে পাঠায় মুর্শিদার আব্বা।কিন্তু কিছুদিন চলার পর আর্থিক বিষয়ে এতটাই সমস্যার সম্মুখীন হতে হয় যে মেয়ের বইপত্র কিনে দিতেও পারছিলেন না। এমতাবস্থায় মুর্শিদা ফেসবুক থেকে মানবতা র কথা জানতে পারে এবং সরাসরি যোগাযোগ করে মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা র সাথে। মানবতার পক্ষ থেকে যথাযথ সত্যাসত্য যাচাই এর পর আজ মু্শিদার হাতে মানবতার তরফে ২ য় সেমিস্টারের সব বইপত্র তুলে দেওয়া হয়। তুলে দেন মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা ও এসএস কে এম এ এম বি বি বি এস পাঠরত মানবতার সদস্য আসিফ ইজাজ। সাথে এবং মুর্শিদার আগামীতে প্রতি সেমিস্টারের সব বইপত্রের দায়িত্ব নেয় মানবতা। মানবতার তরফে জুলফিকার আলী জানান ২ টি এতিম এর পড়াশোনা র দায়িত্ব আমরা নিয়েছি আরও নিতে চাই।এরকম ১৫ জন ছাত্রছাত্রী র দায়িত্ব আগেই নিয়েছিলাম এটা ১৬ নম্বর। আরও বেশি করে দ্বায়িত্ব মানবতা নেবে।সেদিক থেকে বাংলার সমাজ সচেতন মানুষ যদি পাশে থাকে এমন কাজ বেশি করে করা আরও অনেক করতে পারা সম্ভব হবে।