জেলায় জেলায় মানবিক মুখ স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীন জলপাইগুড়ির

জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীন জলপাইগুড়ি জেলার কোনপাকরী এলাকার রিক্সা চালক পিতার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী ববিতা রায় এর পড়াশোনার জন্য 7500 টাকা অর্থ সাহায্য দিয়ে পাশে দাঁড়িয়েছেন। অভাব কে নিত্য সঙ্গী করে, প্লাস্টিকের ছাউনীর ঘরে থেকেও, মেধাবী ছাত্রী ববিতা রায় সরকারী ভাবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ পায়।নুন আনতে পান্তা ফুরায় যার ঘরে,তার বই কেনার জন্য দরকার সাড়ে সাত হাজার টাকা। রিক্সা চালক বাবার পক্ষে যা অসম্ভব হয়ে পড়ে।এই পরিস্থিতিতে পাশে দাঁড়াতে এগিয়ে আসে গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা।

    সাহায্য পেয়ে খুশি ববিতা জানান,বই না থাকায় আমার পড়াশোনার প্রচুর ক্ষতি হচ্ছিল।এবার আমি ভালো প্রস্তুতি নিতে পারবো।

    জলপাইগুড়ি সঞ্জয় নগর কলোনীর বাসিন্দা ক্যান্সার আক্রান্ত ষাটউর্ধ্বো বৃদ্ধা শ্রীমতি সেন এর চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পরিবারের সদস্যরা। বাঁধ সাধলো অর্থ। মুম্বাইতে চিকিৎসার জন্য গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজ 9500 টাকা অর্থ সাহায্য তুলে দেওয়া হয়েছে।

    সাহায্য পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছেন পরিবারের সদস্যরা।

    আলীপুরদুয়ার জেলার শান্তি নগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকার হায়দ্রাবাদ এআইজি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসার জন্য দরকার প্রচুর পরিমাণে অর্থ। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে 10,000 টাকা অর্থ সাহায্য পাঠিয়েছেন।

    সাহায্য পেয়ে খুশি প্রসেনজিৎ সরকারের পরিবার।
    গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস জানান, ববিতা রায় এর সারাজীবন পড়াশোনার দায়িত্ব আজ থেকে গ্রীন জলপাইগুড়ি নিয়েছেন। পড়াশোনার জন্য ববিতার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করার জন্য গ্রীন জলপাইগুড়ি প্রতিশ্রুতি দিচ্ছে। প্রসেনজিৎ সরকার ও শ্রীমতি সেন এর চিকিৎসার জন্য আগামী দিনেও আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। বিভিন্ন ধরনের সেবামূলক কাজে গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা রাত দিন, সাতদিন, বছরের 365 দিন মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিবদ্ধ। বিগত দিনের মতো আগামী দিনেও আমাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।।