|
---|
লুতুব আলি : পূর্ব বর্ধমানের জামালপুর স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এম আর ভি সি ক্যাম্পের মাধ্যমে ২৮ নভেম্বর থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। এই টিকাকরণ কর্মসূচি নিয়ে জামালপুর স্বাস্থ্য কেন্দ্রে এক মনোগ্য সেমিনার অনুষ্ঠিত হল। এই আলোচনা সভার উদ্বোধন করেন জামালপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: ঋত্বিক ঘোষ। ডা: ঘোষ জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে হাম ও রুবেলা ভাইরাসের টিকাকরণ স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে শুরু হবে। ৯ মাসের বাচ্চা থেকে ১৫ বছর অবধি এই টিকাকরণের সুযোগ পাবে। আলোচনা সভায় উল্লেখ করা হয় যে, হামকে কোনভাবেই নির্মূল করা যাচ্ছে না। প্রাণভাতী হামকে নির্মূল করতে দীর্ঘ এক মাস ধরে এই টিকাকরণ কর্মসূচি চলবে। উল্লেখ্য, চার দশক ধরে এই টিকা দিয়েও কোনোভাবেই হামকে দমন করা যাচ্ছে না। ৯ মাঝ থেকে পনেরো বছর বয়সীদের গোটা ভারতবর্ষের নিরিখে ৩২.৫ কোটি টিকা দেওয়া হয়েছে। হাম, রুবেলা প্রাণঘাতী রোগের আলাদা কোনো ওষুধ এখন ও পর্যন্ত আবিষ্কার হয়নি। টিকা দিয়েই এই মারুন ব্যাধিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে বলে বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা আলোচনা সভায় আলোকপাত করেন। জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে এই টিকাকরণ কর্মসূচি শুরু করতে চায়। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একসঙ্গে অনেক ছাত্র-ছাত্রীদের পাওয়া যাবে। পরবর্তী পর্যায়ে গ্রামীণ এলাকা গুললিতেও এই টিকাকরণ অভিযান চলবে বলে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। মনোজ গো আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পূর্ব চক্রের খবর বিদ্যালয় পরিদর্শক ক রাজেন্দ্র প্রসাদ মাজি সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য ডাক্তার বাবু ও স্বাস্থ্য কর্মীরা।