কুলতলিতে বিরোধী দলের কয়েক শত কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান

বাবলু হাসান লস্কর, নতুন গতি, দঃ চব্বিশ পরগনা : বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে বিরোধী দল থেকে একে একে নেতাকর্মীরা শাসকদল তৃণমূল কংগ্রেসে নাম লেখাতে ব্যস্ত। এমনই চিত্র দেখা গেল কুলতলি বিধানসভার প্রতিটি অঞ্চলে । যেখানে বি জে পি, সি পিএম, এবং এস ইউ সি আই দল থেকে দলে দলে কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিচ্ছেন । বিরোধী দল থেকে যে সমস্ত কর্মী শাসক দলে নাম লেখাছেন,তাদের কে দেওয়া হচ্ছে যথাযথ সম্মান । আর যাদের সহযোগিতায় এই কাজ , সেই সমস্ত কর্মীদের কে দেওয়া হচ্ছে উপযুক্ত সম্মান, এমনই জানিয়েছেন কুলতলি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গনেশ চন্দ্র মণ্ডল । আর তৃণমূল যুব কংগ্রেস দলের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে । যে সমস্ত কর্মী-সমর্থক বিরোধী দল থেকে আমাদের দলে নাম লেখাবে তাদের জন্য কুলতলী যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গনেশ চন্দ্র মন্ডল তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করার কথা জানায়।

    আর এতেই সমস্ত কর্মীরা দিবা রাত্রি জনসংযোগে ব্যস্ত। এক সাক্ষাৎকারে তারা জানায় যে আমরা সাধারণ মানুষের পাশে আছি থাকবো,আগামী দিনগুলিতে যেমন মানুষের পাশে ছিলাম, আছি থাকব, কারণ আমাদের পথপ্রদর্শক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার সৈনিক তার জন্য আমরা সর্বদা মানুষের সাথে মানুষের পাশে আছি । শীত-গ্রীষ্ম-বর্ষা মমতা ব্যানার্জি ভরসা । মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে তারা চলেছে ফলে বিভিন্ন প্রান্তে যেভাবে বিরোধী শিবির থেকে একে একে নেতাকর্মীরা শাসক দলে যুক্ত হচ্ছে তাতে উজ্জীবিত দলের কর্মীরা ,হারুন, মোক্তার, যজ্ঞেশ্বর অর্জুনের কথায় আমরা দীর্ঘ দিন যাবত রাজনীতি করেও মেলেনি সম্মান তাই বাংলার জন্য মমতা ব্যানার্জির সংগ্রাম আমাদের কে উৎসাহিত করেছে ।