|
---|
খান আরশাদ, বীরভূম:
খয়রাশোলের বড়রা গ্রামে বাসি খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ল শতাধিক মানুষ। হাসপাতালে ভর্তি ৩৫ জন।
বীরভূমের খয়রাশোল এর বড়রা গ্রামের বাগদীপাড়ায় বুধবার রাত্রে হরিবাসর উপলক্ষে ধুলো ট আয়োজিত হয় এই উপলক্ষে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল। বুধবার রাত্রে সেই খিচুড়ি অনেকেই বাড়ি নিয়ে আসে এবং বৃহস্পতিবার সেই বাসি খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন মহিলা শিশু সহ শতাধিক মানুষ। খিচুড়ি খেয়ে সকালের দিকে কোনো সমস্যা বা উপসর্গ দেখা না গেলেও বিকেল হতেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। এরমধ্যে প্রায় ৩৫ জন অসুস্থকে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
বাকিদেরকে স্থানীয় মন্দির চত্বরে এনে অস্থায়ী মেডিকেল ক্যাম্প করে তাদের চিকিৎসা করা হয়।
ঘটনার খবর পেয়ে ডেপুটি CMOH-১ ও CMOH-২ , DPHN সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীগণ নাকড়াকোন্দা হাসপাতালে আসেন এবং অসুস্থ ব্যাক্তিদের সাথে কথা বলেন।
প্রসঙ্গত উল্লেখ্য গত বছর রাজনগরে লক্ষ্মী পূজার বাসি খিচুড়ি খেয়ে মৃত্যু হয় তিনজনের এবং প্রায় ২০/২২ জন অসুস্থ হয়ে পড়েন।
ফের জেলায় এ ধরনের ঘটনা ঘটায় এলাকায় যাতে আতঙ্ক না ছড়ায় সেদিকে সজাগ প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে খিচুড়ির নমুনা সংগ্রহ করে ঘটনার তদন্ত করা হবে।