|
---|
নিজস্ব সংবাদদাতা : স্বামী, স্ত্রী সেজে তীর্থস্থানে এসে পরকীয়া! অল্প বয়স থেকে প্রেম। কিন্তু প্রেম পরিণতি পায়নি। দুজনেরই বিয়ে হয়ে যায় অন্য়ত্র। সন্তানও হয়। তা বলে কি পুরোনো প্রেম ভোলা যায়! তাই মাঝে-মধ্যেই স্বামীকে লুকিয়ে যুবতীগোপনে দেখা করতেন বিবাহিত প্রেমিকের সঙ্গে। কিন্তু কোনভাবেই পূর্ণতা পাচ্ছিল না তাঁদের প্রেম। সমাজের চোখে যে অবৈধ ছিল তাঁদের সম্পর্ক। তাই তারকেশ্বরে ‘মহাদেবের থানে’ গিয়েই ঘটল অঘটন। লজ থেকে উদ্ধার হল প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ। স্বামী, স্ত্রী পরিচয় দিয়েই তাঁরা তারকেশ্বর লজে উঠেছিলেন। শুক্রবার সকালের এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ জানায়, মৃত দুজনের নাম পূজা হাজরা (২৬) এবং বাপন ঘোষ (২৫)। দুজনেরই বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকায়। তারকেশ্বরে একটি লজের ঘরের ভিতর থেকে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। একটি স্য়ুইসাইড নোটও উদ্ধার হয়েছে। এঁরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তারকেশ্বর থানার OC সমর দে জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, এঁরা দুজনেই বিবাহিত ছিলেন। উভয়ের সন্তানও আছে। একই এলাকার বাসিন্দা পূজা এবং বাপনের মধ্যে দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক ছিল। কিন্তু দুজনের বিয়ে অন্যত্র হয়। মাঝে-মধ্যেই তারা গোপনে মিলিত হতেন। সেই মতো এবারেও তারকেশ্বরে এসে একটি লজে উঠেছিলেন তাঁরা। তাঁদের সম্পর্ক পূর্ণতা না পাওয়ায় এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দুজনেই স্য়ুইসাইড নোটে লিখে গিয়েছেন।লজ সূত্রে জানা গিয়েছে, পূজা হাজরা এবং বাপন ঘোষ বৃহস্পতিবার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে লজে ওঠেন। দুজনে তারকেশ্বর মন্দিরে পুজোও দেন। এদিন সকাল ৯ টার সময় লজ ছেড়ে দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু সময় পেরিয়ে গেলেও তাঁরা না বেরোনোয় লজের কর্মীরা তাঁদের ঘরের দরজায় টোকা দেন। কিন্তু অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া-শব্দ মেলেনি। অপ্রীতিকর কিছু ঘটেছে অনুমান করে ওই লজ কর্তৃপক্ষ তারকেশ্বর থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে রুমের ভিতরে ঢুকতেই দেখে কী কাণ্ড! ঘরের ভিতর ঝুলছে দুজনের দেহ। এরপর পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তারপর পুলিশের তরফেই মৃত দুজনের পরিবারের লোকেদের খবর দেওয়া হয়। খবর পেয়ে দু-পক্ষের বাড়ির লোকই মন্ত্বেশ্বর থেকে একই গাড়িতে চেপে তারকেশ্বর থানায় আসেন এবং দেহ দুটি শনাক্ত করেন।
এদিকে, স্বামী, স্ত্রী সেজে তীর্থস্থানে এসে পরকীয়া! লজের ভিতরে বিবাহিত দুই যুবক-যুবতির আত্মহত্যার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তারকেশ্বরের অন্যান্য লজগুলিতেও। লজগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন, “মন্দির চত্বরে লজগুলিতে নজরদারি বাড়াতে আমরা পুলিশ কে অনুরোধ করব