|
---|
নদীয়া: রানাঘাট চাঁদে জমি কিনে দিলেন স্বামী বিবাহের প্রথম বিবাহ বার্ষিকীতে।স্বামী তার স্ত্রী কে বিবাহবার্ষিকী তে উপহার হিসেবে চাঁদে জমি কিনে দিলেন ।
রানাঘাট দুর্গাদাস পার্কের বাসিন্দা প্রদীপন সরকার তার প্রথম বিবাহ বার্ষিকীতে স্ত্রী অনুরুমা প্রামানিক সাধুখাঁ কে এমনই চমক দিয়ে প্রথম বিবাহ বার্ষিকী তে উপহার হিসেবে চাঁদে জমি কিনে দিলেন । প্রদীপন পেশায় পশ্চিমবঙ্গ বীরভূম নলহাটি গ্রামীন ব্যাংকে কর্মরত । তাদের বিবাহ আর বিবাহের 2021 সালে তাদের প্রথম বিবাহবার্ষিকী নভেম্বর মাসে ।
স্ত্রী কে চমক দেওয়ার জন্য অনুরুমা প্রামানিক কে চাঁদে জমি কেনেন।৪৫.৫ ডলার এক একর জমি কিনেছেন চাঁদে জমি।ইতিমধ্যে তার জমি কেনার পিরিমান স্যাটেলাইটের তোলা ছবি নথিপত্র সংস্থার তরফে পাঠানো হয়েছে।এমন উপহার পেয়ে খুশি তার স্ত্রী অনুরিমা তিনি বলেন এমন উপহার পেয়ে খুশি।