নদীয়ার চাপড়ায় স্ত্রীকে পাথর দিয়ে মাথায় আঘাত খুন করল স্বামী

মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া। পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে খুন করল স্বামী। মৃত গৃহবধূর নাম রেশমা বিবি বয়স (৩০)। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার চাপড়া থানা অন্তর্গত ছোট আন্দুলিয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় দিন অশান্তি লেগে থাকত, হোসেন সেখ (বিহারী) দীর্ঘদিন টিবি রোগে অসুস্থ। বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ নিজের বাড়িতে পাথর দিয়ে মাথায় আঘাত করে খুন করল রেশমা বিবি কে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।অভিযুক্ত স্বামী হোসেন শেখকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে চাপড়া থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।