কন্যা সন্তান জন্ম দেওয়ার পর বেপাত্তা স্বামী

মালদা: ১২ নভেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে মালদার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয় পুজা। সেখানেই সে অস্ত্রপচারের মাধ্যমে এক কন্যা সন্তানের জন্ম দেন। পূজা কন্য সন্তান জন্ম দেওয়ার পর থেকেই বেপাত্তা তাঁর স্বামী সুরাজ ও তাঁর পরিবারের লোকেরা। টানা ২২ দিন ধরে পূজা কন্য সন্তান নিয়ে হাসপাতালে ভর্তি থাকা স্বত্বেও পরিবারের কোনো সদস্য তার সাথে দেখা করতে আসেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান শ্বশুরবাড়ির লোকেরা পুত্র সন্তান চেয়েছিল কিন্তু কন্যা সন্তান হওয়ার কারণেই তাকে এই বেসরকারি হাসপাতালে ফেলে রেখে চলে গিয়েছে। এদিকে মানবিকতার খাতিরে পূজা কন্যা সন্তান প্রসব করার অপরাধে এক গৃহবধূকে এক বেসরকারি হাসপাতালে ফেলে রেখে পালালো স্বামী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার এক বেসরকারি হাসপাতালে। পরিবারের লোকেরা গৃহবধূ ও শিশুকন্যাকে গ্রন না করায় অবশেষে ২২ দিন পর মালদা জেলা পুলিশের তৎপরতায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে নিয়ে যাওয়া হলো হোমে। মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু করেছে পুলিশ।

    জানা গিয়েছে ওই গৃহবধূর নাম পূজা মার্ডি (২১)। স্বামীর নাম সুরাজ বেসরা। পেশায় শ্রমিক। বাড়ি বালুরঘাটের মঙ্গলপুর গ্রামে। এক বছর আগে প্রেম করে বিয়ে হয় তাদের তাঁর সদ্যজাত কন্যা সন্তানকে চিকিৎসা চালিয়ে এসেছে  বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।  এরপর হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটিকে হোমে পাঠাতে শরানাপন্ন হন মালদা জেলা পুলিশ সুপারের। পরে পুলিশের তৎপরতায় শিশু কন্যা সহ প্রসূতিমাকে পাঠানো হয়েছে সরকারী হোমে।