|
---|
শিলিগুড়ি: আমি ঠিক আছি,আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না।গতকাল শিলিগুড়ির 24নং ওয়ার্ডে গিয়ে প্রতুল চক্রবর্তীর হয়ে প্রচারে ঠিক যেন এই কথাই জানিয়ে দিলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ।তিনি জানালেন তার রিপোর্ট ঠিকই আছে।তিনি এখন একেবারেই সুস্থ।কাজেই তাকে নিয়ে কোন দুশ্চিন্তার কারন নেই।
দায়িত্ব নিয়ে অনেকটাই বদলিয়ে দিয়েছেন শিলিগুড়িকে।সবাইকে নিয়ে চলেন,বড়দের স ন্মান করেন।কোন অন্যায়কে প্রশ্রয় দেন নি।কোন ওয়ার্ডের গোষ্ঠী কোন্দল থাকলে বা খবর পেলে তা তিনি কঠোরভাবে দমন করেছেন।পাপিয়া ঘোষ নিজে জানালেন তাকে যে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি তার মান রাখতে চেষ্টা করবেন।গতকাল থেকে আবার সর্বশক্তি দিয়ে প্রচারের কাজে নেমেছেন পাপিয়া ঘোষ।তিনি জানালেন আমার কাছে সবাই সমান শিলিগুড়ির 47জন তৃণমূল প্রার্থী আমার আপনজন।আমি আমার সর্বোচ্চ দিয়ে তাদের জন্য লড়াই করবো। এবং আমার বিশ্বাস এবারে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস পুরসভা দখল করবে।আর তিনি ভালোভাবেই জানেন তিনি যদি এই কাজে সফল হতে পারেন তবে তার গ্রহনযোগ্যতা অনেকটাই বেড়ে যাবে মুখ্যমন্ত্রীর কাছে।তাই তার এখন একমাত্র লক্ষ তৃণমূল কংগ্রেসকে জেতানো।আর আপাতত সেই কাজটা তিনি করছেন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে।