|
---|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : ১৩ই মে শুক্রবার, আহামাদিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে এক মহতি ঈদ মিলন উৎসব হয়ে গেল। অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতা আহামাদিয়া মুসলিম সম্প্রদায়ের সভাপতি জাফর আহমেদ। আবৃত্তি পরিবেশন করে। সভার উদ্বোধন করেন সালাম মামুদ।সভায় বিশ্বমানব সম্প্রদায়ের কল্যাণে বক্তব্য রাখেন ফাদার ডোমোনিক গোমস, রামকৃষ্ণ মিশনের পক্ষে স্বামী সুপর্নানন্দজী, স্থানীয় বিধায়ক বাবুল সুপ্রীয়, সিপিআই এম দলের সদস্য সারার হালিম, মৌলানা জমির হুসেন রেজভী, দিবাকর চৈতন্য, হরিরাম সিং, কাজী মাসুম আখতার এবং আহামাদিয়া মুসলিম সম্প্রদায়ের অন্যতম ব্যক্তিত্ব তাহের মন্ডল আহামাদিয়া জামাত ইসলামের নানা কর্মকান্ডের কথা তুলে ধরেন। উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন প্রখ্যাত সংগীত শিল্পী মৌসুমী কর্মকার, প্রাবন্ধিক মঞ্জুর মুখোপাধ্যায়। প্রখ্যাত সাংবাদিক কাজী গোলাম গাউস সিদ্ধিকী, নৌসাদ মল্লিক ও ডাঃ কৌশিক চৌধুরী প্রমুখ।