|
---|
নিজস্ব সংবাদদাতা : কনসেপ্টটি বানিয়েছেন নীল ঘোষ যিনি প্রেসিডেন্ট অফ এম জি আর প্রফেশনাল সার্ভিস এন্ড ফরম্যাট চিফ এক্সিকিউটিভ অফিসার অফ এসওএস চিল্ড্রেন্স ভিলেজ ইউএসএ। এটি i glam ম্যাগাজিনের সঙ্গে সঙ্গে ইউএস এর ও একটি ম্যাগাজিনে পাবলিশ করা হবে। ফটোসটিতে আই গ্রামের মুখ্য দেবযানী মিত্র ও নীল ঘোষের সঙ্গে যুক্ত ছিলেন শুভম কুমার তিওয়ারি কামিনী কুমারী অবিনাশ কুমার পাদ্মাভা ব্যানার্জি এবং ফটোশুটটি ডিরেক্টর ছিলেন সাগার ঝা স্টাইলিং পাটনার শুভদীপ মিত্র এবং বিন্দিস ফটোগ্রাফি করেছেন সায়ন্তন দত্ত মেকোভার করেছেন রুপ দেব এবং ফুটওয়ার করেছেন dhajcraft and lixurious by rashmi জুয়েলারি স্পন্সর করেছে retro chic ও drape artist ছিলেন mirza mazahar and Bobby agarwal ফটোশুটটিতে মুখ্য মডেলস দের মুখ হিসাবে দেখা যাবে অনুযায় রয়,অবিনাশ গোস্বামী, আরিয়ামান রাজ, খুশি ও রুপা