|
---|
নিজস্ব সংবাদদাতা আমি গান করি আমার ভালো লাগে আজ তিনদিন ধরে চলা বিতর্কের এভাবেই ইতি টানলেন মেয়র গৌতম দেব।যে মহিলা আমাকে আমার গানের কারনে সমালোচনা করেছিলেন তার কথাকেও আমি মনে রাখবো বলে জানালেন শিলিগুড়ির মেয়র।তিনি জানান তার গানের প্রশংসা যে সবাই করে যাবেন তার আশা তিনি করেন না।তিনি জানালেন এত মানুষ আমার সাথে আমার সপক্ষে কথা বললেন সেটা জানতে পেরেও আমার প্রচণ্ড ভালো লাগছে। আমি কৃতজ্ঞ তাদের প্রতি। আমি গান ভালোবাসি।আর নিজের সবকিছু ভুলতেই আমি গান করি। গান মানুষের মনকে অন্যদিকে নিয়ে যায় আর সেটা আমার জন্য প্রচণ্ডভাবে ভালো। মেয়র জানান এত মানুষ আমার গানের জন্য আমার হয়ে কথা বলে গেলেন এটাই আমার কাছে সবচাইতে বড় পুরষ্কার।মেয়র জানালেন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী মানুষের জন্য কাজ করে যেতে চাই। তাই আমরা কাজ করি।আমি গান করতে ভালোবাসি তাই গানের সাথেই আমার বন্ধুত্য থাকবে। যে মহিলা তার গানের সমালোচনা করে তাকে কাজ করে যেতে বলেছেন তার বিরুদ্ধেও কোন অভিযোগ নেই আমার বলে জানালেন মেয়র। আমি পিছনে না ফিরে আগে যেতে চাই জানালেন মেয়র গৌতম দেব।