|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস জেলা কার্য্যালয় থেকে মিছিল করে মেদিনীপুর শহরের নিমতলা, গোলকুয়া, কোতবাজার সহ বিভিন্ন এলাকায় মিছিল করে মেদিনীপুর পৌরসভায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সভা করে
তার পর বিভিন্ন পৌরসমস্যা নিয়ে দাবিপত্র প্রদান করে।
এদিনের দাবী গুলো ছিল পৌর প্রশাসক নয় আমরা পৌরবোর্ড চাই। হাউস ফর অল এর অধীনে বাড়ি তৈরীর কাজ দ্রুত চালু করতে হবে। পৌর এলাকার নিকাশি নালা ও ডাস্টবিনগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। অবৈধ বাণিজ্যিক নির্মাণের ফলে উদ্ভূত যানজট সমস্যা সমাধান করতে হবে । জন্ম-মৃত্যু সহ অন্যান্য শংসাপত্র দ্রুত প্রদান করতে হবে। শহরজুড়ে পানি জল ও পাঠবাতির পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। পৌরসভার আয় ব্যয়ের শ্বেতপত্র প্রকাশ করতে হবে
এদিন বক্তব্য রাখেন জেলা যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ সাইফুল, সহ সভাপতি সুহাসীশ পন্ডা, সাধারন সম্পাদক রনদীপ চক্রবর্তী, সঞ্জীব দত্ত ও নির্মাল্য ব্যানার্জিরা। এদিন স্মারকলিপি প্রদান করতে যান বিধানসভা যুব কংগ্রেস সভাপতি মীর আরিফ, কাজী নুরুল হুদা সহ ৫ জন যুব কংগ্রেস নেতৃত্ব। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সম্পাদক রঞ্জন ভকত, শহর কংগ্রেস সভাপতি অশোক দে, জেলা কংগ্রেস নেতা কুনাল ব্যানার্জি, নিতাই মৈত্রী, আশিস সেন ও মহিলা কংগ্রেসের নেত্রী মান্তূ আহমেদ সহ যুব কংগ্রেসের অনান্য কর্মী বৃন্দরা।