প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে করব নাঃ ভাষা দিবসে নিজ ভাষায় অঙ্গীকার ছাত্রীদের

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষ্যে এক আইনী সচেতনতা শিবিরের আয়োজন করা হলো বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। এদিন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে মাতৃভাষার আইনী অধিকার বিষয়ে বিশদে আলোচনা করা হয়। এছাড়াও বাল্য বিবাহ, বিয়ের স্বাধীনতা ও অধিকার, কম বয়সী ছেলে মেয়েদের মোবাইল, ইন্টারনেট ব্যাবহার থেকে সর্তকতা ও সাইবার অপরাধ বিষয়েও সচেতন করা হয় বিদ্যালয়ের ছাত্রীদের।

    উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, আইনের ছাত্রী রোজা খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃষ্ণা কুন্ডু, শিক্ষিকা গৌরী টুডু সহ অনান্য শিক্ষিকাগণ। এদিন বিদ্যালয়ের প্রায় পঞ্চাশজন ছাত্রী অঙ্গীকার করে প্রাপ্ত বয়স্ক না হলে বিয়ে করব না ও সাধ্যমত উচ্চ শিক্ষায় শিক্ষিত হব।