| |
|---|
খান আরশাদ, বীরভূম:
পুলিশের গাড়িতে চেপে নয় বরং টোটোয় চড়ে সিউড়িতে টোটো নিয়ন্ত্রণ অভিযানে নামলেন সিউড়ির আইসি সঞ্চয়ন ব্যানার্জি। পাশাপাশি সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী, এসডিও দপ্তরের আধিকারিকরা এবং MVI এর আধিকারিকরা এই অভিযান চালান।
বীরভূমের সিউড়ি শহরে দিন দিন বেড়ে চলেছে টোটোর দৌরাত্ম্য। এই টোটো দৌরাত্ম রুখতে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
চালু করা হয়েছে নতুন নিয়ম।
শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে এই টোটো গুলিকে নিয়ন্ত্রণ করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে।
কিউ আর কোড প্রাপ্ত টোটো গুলোকে দু ভাগে ভাগ করে সিউড়ি শহরের পথে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত এই দুইটি সময়ে নিয়ম করে দুই ভাগে ভাগ করে টোটো গুলিকে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
টোটো যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন এবং টোটো গুলিকে যাতে সহজে চিহ্নিত করা যায় সেই জন্য টোটো চালকদের প্রত্যেককে পুরসভার তরফে কিউআর কোড দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী শহরে জোড় বিজোড় ভাগ করে টোটো গুলি রাস্তায় চলাচল করবে। জানা গেছে একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত জোড় সংখ্যার টোটো গুলি চলবে এবং দুপুর থেকে রাত পর্যন্ত বিজোড় সংখ্যার টোটো গুলি রাস্তায় চলাচল করবে। তেমনি পরের দিন ঠিক বিপরীত নিয়মে চলাচল করবে অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত বিজোড় সংখ্যার এবং দুপুর থেকে রাত পর্যন্ত জোড় সংখ্যার টোটো গুলি চলাচল করবে। যানজট রুখতে নতুন এই নিয়ম চালু করা হয়েছে। পাশাপাশি গ্রামের দিক থেকে আসা কোন টোটোকে শহরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না।
এই নিয়ম মানা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং সেই লক্ষ্যেই মঙ্গলবার দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত টোটো নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। নিয়ম না মানায় এই অভিযানে প্রায় ৪০ টি টোটো আটক করা হয়েছে।


