|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : লালগোলা ব্লকের প্রত্যন্ত নসিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্যের সেরা হাই মাদ্রাসার অবস্থান। সেই আই.সি.আর হাই মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হল বৃহস্পতিবার। সেই সঙ্গে হল বিজ্ঞান ও চিত্র প্রদর্শনীও। প্রতিবছরই মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবছর নতুন সংযোজন বিজ্ঞান ও চিত্র প্রদর্শনী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা পবিত্র কোরআন পাঠ অর্থাৎ ক্বেরাত প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ,গজল, কুইজ, শ্রুতি নাটক সহ অন্যান্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
মাদ্রাসার ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান বিষয়ে উদ্বুদ্ধ করতে মাদ্রাসার সহ-শিক্ষক অশিকুল ইসলামের তৎপরতায় ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে। সেই সঙ্গে বিদ্যালয়ের সহ-শিক্ষক মিজানুর খানের উৎসাহে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মহম্মদ আলী, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার শীল, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মোতাহার হোসেন রিপন, বিডিও দেবাশিস মন্ডল, মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ সিদ্দিকী সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ ছাত্রছাত্রীরা।