|
---|
সম্প্রীতি মোল্লা, কলকাতা : শীতের আমেজের শুরুতেই অ্যাক্রোপলিস মলে শুরু হল তিনদিনের স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল অর্থাৎ “চটপটা সিজন- ৪”। গত শুক্রবার কসবার অ্যাক্রোপলিস মলে ‘চটপটা’ স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন হয়। কাবাব,চাট, মিষ্টি থেকে শুরু করে আইসক্রিম- প্রায় সবরকম জিভে জল আনা খাবারই রয়েছে ‘চটপটা স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের মেনুতে। মাত্র তিনদিনের এই লোভনীয় জিভে জল আনা খাবার খেতে ঝটপট চলে আসতেই হবে অ্যাক্রোপলিস মলে। আগামীকাল রবিবার ১৩-ই নভেম্বর দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১০টি কাউন্টারে এই সব লোভনীয় খাবার আপনারা পেয়ে যাবেন। প্রধান সহযোগী হিসেবে রয়েছে টি-২ ( t2), কমিউনিটি পার্টনার হিসাবে রয়েছে ভোজ আড্ডা এবং রেডিও পার্টনার ফিভার ১০৪ এফ এম ও রেডিও ওয়ান। অ্যাক্রোপলিস মলের জিএম শ্রী কে বিজয়নের হাত ধরে এই ফেস্টিভ্যালের উদ্বোধন হয়। উদ্বোধনের পরে ফুড ফেস্টিভ্যাল নিয়ে অ্যাক্রোপলিস মলের জিএম ,কে বিজয়ন বলেন,“অ্যাক্রোপলিসে আমরা বিভিন্ন ধরণের উৎসবের আয়োজন করছি। “চাটপটা” নামের স্ট্রিট ফুড ফেস্টিভ্যালটি শুরু থেকেই দারুণ সাফল্য পেয়েছে এবং এটি চতুর্থ বছর এ পদার্পন করলো। কলকাতা সুস্বাদু বাডি বাইটস, ক্যালকাটা ডেলিসিয়স, হট লেবানিজ, ইগল বাইটস পিজা, পৌষ পার্বন, আর কে চ্যাট সেন্টার, রয় প্যান প্যালেস, তুর্কিসি-য়ানো এবং নলিন চন্দ্র দাস এন্ড সন্স এর মতো নামিদামি ফুড উদ্যোক্তারা তাদের খাবারের সম্ভার নিয়ে হাজির রয়েছেন এই ফেস্টিভ্যালে।প্রসঙ্গত, মার্লিন গ্রুপের তৈরি ‘অ্যাক্রোপলিস মল’টি ২৫শে সেপ্টেম্বর, ২০১৫ সালে উদ্বোধন করা হয়। এটি একটি আইকনিক স্থাপত্যের মাস্টারপিস যা একটি কাঁচের সামনের দিকে ঢাকা এবং এর উচ্চতা সাড়ে চার লক্ষ বর্গফুট। বিশাল এই এলাকায় পাঁচটি স্তরের পার্কিংয়ের সুবিধা রয়েছে। মলটিতে প্রতি সপ্তাহে প্রায় ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষের ভিড় জমে। অ্যাক্রোপলিস মল হল কলকাতার প্রথম মল যেখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছে৷ কলকাতার অত্যাধুনিক মলগুলির মধ্যে একটি যেখানে পোশাক, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক গেজেট, গহনা, লাগেজ, প্রসাধনী, মুদি দোকানের জিনিসপত্র, খাবারের আইটেম ও সেলুনের ৬২টিরও বেশি বিখ্যাত ব্র্যান্ড রয়েছে। এছাড়া চার স্ক্রিন মাল্টিপ্লেক্স, প্রশস্ত ফুড কোর্ট, ফাইন ডাইনিং রেস্তোরাঁ, পরিবার এবং শিশুদের বিনোদন জোন সহ এই মলটি পরিবারের একটি উপযুক্ত গন্তব্য।