|
---|
সংবাদদাতা : এই বছরের ঈদ একটু অন্যরকম ভাবে পালন করা হল IDA রাজ্য শাখার পক্ষ থেকে। করোনা লকডাউন এর মধ্যে গত ৩০ শে এপ্রিল থেকে IDA রাজ্য শাখা এক মানবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও তার ব্যাতিক্রম কিছু হয়নি । প্রতিদিনের মতো আজও ৩০০ জন মানুষের হাতে রান্না করা খাবার এর সঙ্গে শিমুই এর পায়েস তুলে দেওয়া হয়েছে। IDA রাজ্য শাখার সম্পাদক ডঃ রাজু বিশ্বাস বলেন “আমরা IDA কর্মকর্তারা চেষ্টা করেছি এই ঈদ সকল অসহায় মানুষের এর সঙ্গে থেকে উদযাপন করার। এই কঠিন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিত এই অসহায় মানুষ গুলোর পাশে থাকা।