ঈদ মোবারক হো

আয়ুব আলি নতুন গতি : ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,’ ঈদ উপলক্ষে এই গানটি ঈদের তাৎপর্য,ঈদের খুশি, বাঙালি মুসলমান সমাজে যেমন বহমান,ঠিক তেমনই সমগ্র বাঙালি সমাজেও তার বহমান সমান হয়ে চলেছে। ইন্দো – বাংলা খোলা জানালা আয়োজিত ঈদ উপলক্ষে ইসলামী গান নিয়ে সান্ধ্য অনুষ্ঠান হল ২ রাত এপ্রিল বিপ্লবী নলিনী গুহ সভা ঘরে। প্রধান অতিথি ছিলেন ইমদাদুল হক নুর সম্পাদক নতুন গতি, আব্দুল হাই বাংলা দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব,ছিলেন নীলাচল চট্টরাজ, মহম্মদ আব্দুল কাইয়ুম, বাচিক শিল্পী সেলিম দুরানী বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নজরুল ইসলামের রচিত ইসলামী সঙ্গীত ও নৃত্য ও আবৃত্তি ছিল অনুষ্ঠানে র মুল বিষয়। বিভিন্ন শিল্পী গোষ্ঠী তাদের সুন্দর ও সাবলীল পরিবেশনের মাধ্যমে মনোঞ্জ হয়ে উঠেছিল। সমগ্র অনুষ্ঠানটি ভাবনা ও পরিকল্পনায় ডঃ দীপা দাস। ইন্দো বাংলা খোলা জানালা।