ঈদ সংখ্যা প্রকাশ কৃষ্ণপদ মেমোরিয়াল হলে

আলিফ ইসলাম : মেমারি:০২ সেপ্টেম্বর : উত্তর চব্বিশ পরগনার এখন বঙ্গদেশ পত্রিকার ঈদ সংখ্যা প্রকাশ এবং সাহিত্য সভা অনুষ্ঠিত হল বর্ষণ মুখরিত কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার মামুদপুরের মনিরুল ইসলাম সম্পাদিত এখন বঙ্গদেশ পত্রিকার অষ্টম বার্ষিক সাহিত্য সভা ও ঈদ সংখ্যার প্রকাশ এদিন অনুষ্ঠিত হল উদ্বোধক দিলীপ মন্ডল, সভাপতি আব্দুল হাকিম, প্রধান অতিথি সুজাতা দাস, বিশেষ অতিথি ম‌ইনুদ্দিন তরফদার সহ পত্রিকার সহ সম্পাদক রজিবুল ইসলাম প্রমুখের হাত ধরে। এই মহতী সাহিত্য সভায় প্রায় পঞ্চাশ জন কবি, সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এই সাহিত্য সভায় কবি মুইন র‌ওশানী তথা ম‌ইনুদ্দিন তরফদার সাহেবের প্রথম কাব্যগ্রন্থ জলস্রোত এদিন এই মঞ্চ থেকে প্রকাশিত হয়। উপরিউক্ত গুনীজন সহ সরবত আলি মন্ডল, মহম্মদ মফিজুল ইসলাম, আসাদ আলি, সুফি রফিক উল ইসলাম,অরবিন্দ সরকার ( বহরমপুর), জাহাঙ্গীর মিদ্দে, আনরুল হক,মুসলিমা বেগম, বাকিবিল্লাহ মন্ডল, রাজু কর্মকার, বৈদ্যনাথ ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।