ঈদ উল ফিতর উৎসব বিষয়ে বর্ধমান টাউন হলে প্রশাসনিক ও ঈদ কমিটিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়

সংবাদদাতা : ১১মে,২০২১,মঙ্গলবার, বর্ধমান শহর ও তৎসংলগ্ন গ্রামীণ এলাকায় আসন্ন ঈদ উল ফিতর উৎসব বিষয়ে বর্ধমান টাউন হলে এক প্রশাসনিক ও ঈদ কমিটির কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, উপস্তিত ছিলেন, আই, সি পিন্টু সাহা,ডি, এস, পি , হেড কোয়াটার, সৌভিক পাত্র।, এস ডি ও দীপতারা বসু,। বি ডি ও বর্ধমান ১ মহম্মদ জহির, উপস্তিত ছিলেন বর্ধমান ঈদ সম্মনায় কমিটির সম্পাদক শেখ মনোয়ার হোসেন ও প্রশাসনিক কর্তা গন,
সিদ্ধান্ত হয় মহামারী ও অতিমারির জন্যে দূরত্ব বিধি মেনেচলতে হবে,৫০ জনের বেশি জামাত বড়ো হবেনা, প্রয়োজনে একাধিক ছোটো ছোটো জামাত অনুষ্ঠিত হবে, প্রত্যেককে মুখে মাস্ক ব্যবহার করতে হবে, সেনিটাইজ বিধি মেনে চলতে হবে, মহামারীর সমস্ত বিধি নিষেধ মেনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে, ঈদ সম্মন্নয় কমিটির সম্পাদক শেখ মনোয়ার হোসেন জানালেন বর্ধমান প্রশাসনিক আধিকারিক দের সহ যোগিতা প্রতি বছরই পাই এবার ও পাবো, এবং প্রত্যেক ঈদ কমিটির সভ্য দের অগ্রিম শুভেচ্ছা জানাই।