|
---|
সংবাদদাতা : হুগলি জেলার আরামবাগ আল আলম মিশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় মিশন প্রাংগনে দুঃস্থ মানুষদের হাতে ঈদ উপহার প্রদান , পবিত্র ইফতার মজলিস ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হলো । উপস্থিত ছিলেন আল আলম মিশনের সম্পাদক হাজী বদরুল আলম , বিশিষ্ট সমাজসেবী মীর সরফরাজ হোসেন , সেখ জাফর আলম , পাড়াবাগনান মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ আসগর ইমাম , সৈয়দ আজিজুল হক , হাফেজ সেখ জুলফিকার , মৌলানা সেখ জানে আলম , আবু সাবির বেগ সহ এলাকার বিশিষ্ট জনেরা ও মিশনের সমস্ত ছাত্র ও শিক্ষকবৃন্দ। আল আলম মিশনের সম্পাদক হাজী বদরুল আলম জানান , এদিন প্রায় একশত জন দুঃস্থ মানুষকে ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয় । ইফতারের আগে দোয়ার মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় । মৌলানা রফিকুল হাসানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।