ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন গলসির পারাজ গ্রামে

আজিজুর রহমান,গলসি : আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল ফিতর। যাকে ঘিরে খুশির ঈদে মাতবেন সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষ। পাশাপাশি তাতে সামিল হবেন এলাকার হিন্দু ভাইয়েরা। ঈদ পালনকে ঘিরে মুসলিমদের ঘরে ঘরে শুরু হয়েছে নতুন জামাকাপড় ও লাচ্যা সেমুই কেনাকাটা। তবে দিন আনি দিন খায় মানুষদের সেই অর্থ না থাকায় তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো গলসি ১ নং ব্লকের পারাজ গ্রাম তৃনমুল কংগ্রেস। ঈদ উপলক্ষ্যে তাদের উদ্যোগে শুক্রবার  ৫০০ জন মানুষের হাতে ঈদের লাচ্যা সেমুই সহ বেশকিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন গলসির বিশিষ্ট সমাজসেবী তথা পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সহ সভাপতি মহঃ জাকির হোসেন। বিতরনকে ঘিরে এদিন বিকালে পারাজ গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যেখানে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান  জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মহ: জাকির হোসেন, গলসি ১নং ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি কালিপদ দে, পারাজ অঞ্চল নেতা সেখ মফুল, কাদের মোল্লা, সেখ লোটন, সহ পারাজ গ্রামের তৃনমুল কংগ্রেসের নেতা ও কর্মীরা। তৃণমূল নেতা জাকির হোসেন বলেন, আমরা সবাই মিলে মিশে ঈদ পালন করার জন্য আজকে গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করলাম। যাতে করে গরিব মানুষও সবার সাথে এই খুশির ঈদে সামিল হতে পারে। কয়েকদিন আগেও আমরা গলসির পুরসা গ্রামে একটি বস্ত্র বিতরন ও ইফতার মেহেফিল করেছি। তাছাড়াও আজকে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করলাম। আমাদের গলসি এলাকার ছেলেরা মিলেমিশে ওই কাজের আয়োজন করেছে। আমি চাই রোজার বাকি দিনগুলি ও পবিত্র ঈদের দিনটি সকলের কাছে ভাল কাটুক। সবার ঘরে খুশি বিলিয়ে দিতেই তাদের এই আয়োজন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি ওই কাজের জন্য গ্রামের তৃণমূল নেতা মফুল সেখকে ধন্যবাদ জানিয়েছেন। গলসি ১নং জয় হিন্দ বাহিনীর সভাপতি কালিপদ দে বলেন, ঈদ মুসলিমদের হলেও ওই খুশিতে তারাও সামিল হন। এলাকার মুসলিমদের কাছে তারা সেমুই ও মিষ্টি খেতে যান। যেমন দূর্গাপুজাতে তাদের বাড়িতে মুসলমানদের নিমন্ত্রণ থাকে। তেমনি ঈদেতে দিনেও মুসলিম ভাইদের বাড়িতে তাদের নিমন্ত্রণ থাকে। আর এতেই তাদের মধ্যে সৌহার্দ্য ও ভাতৃত্ব অক্ষুন্ন থাকে। তিনি চান এই ভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক।