|
---|
নতুনগতি ওয়েব ডেস্ক: জন্মের কয়েক মিনিটের মধ্যে শরীরের করোনার সংক্রমণ মিলল এক সদ্যজাতের দেহে। ঘটনাটি লন্ডনের।
মাতৃগর্ভে থাকার সময় থেকেই এই ভাইরাস সদ্যজাতের শরীরের এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে কি না খতিয়ে দেখা হচ্ছে। লন্ডনের একটি হাসপাতালে ওই নবজাতকের চিকিৎসা চলছে।
ব্রিটেনের একটি বিজ্ঞানী প্যাট্রিক ভ্যালেন্স বলেছেন, এই ভাইরাসের বিরুদ্ধে প্রায় ৬০ শতাংশ বিট্রিশ নাগরিককে তৈরি থাকতে হবে।
উল্লেখ্য বিশ্বব্যাপী করোনা অতি মহামারি হিসাবে বিস্তার লাভ করলেও আক্রান্ত হওয়ার ক্ষেত্রে শিশু ও কিশোরদের মধ্যে ঝুঁকি খুব কম। সম্প্রতি একটি জরিপ অনুযায়ী ১০২৩ জন মৃতদের মধ্যে শিশুনেই।
ব্রিটেনে এখনও পর্যন্ত ৭৯৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গিয়েছে ১১জন। এছাড়া ১৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে।
জানা গিয়েছে, ওই নবজাতকের মায়ে শরীরের ভাইরাস সংক্রমণ ছড়িয়ে ছিল। শিশুটির জন্মের কয়েক মিনিট পর তার পরীক্ষা করা হয়। সেখানেই সংক্রমণ রয়েছে কিনা ধরা পড়ে।