|
---|
নিজস্ব সংবাদদাতা : ঈদুল ফিতরের শুভ দিনে পরিবেশ সংরক্ষণ এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে সেলেন্ডা মহাশ্মশানে ৫০টি বৃক্ষরোপণ করা হলো। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন সংস্থার সবুজ সৈনিক তুফান খাদিমসহ অন্যান্য পরিবেশপ্রেমী ব্যক্তিরা।
এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষা এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়ানো। সংগঠনের সদস্যরা বলেন, “গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি সম্প্রীতিরও প্রতীক। ঈদের দিনে এই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে আমরা শান্তি ও সৌহার্দ্যের বার্তা দিতে চেয়েছি।”
উল্লেখ্য, সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সবুজায়ন ও পরিবেশ রক্ষায় নানা কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন, বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতিকে বাঁচানো সম্ভব এবং এই উদ্যোগ সমাজের মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে।
এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বৃক্ষগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন সবুজায়ন কর্মসূচি অব্যাহত থাকবে।